সিলেট শহরতলির আখালিয়া থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা জানান, আখালিয়ার তপুবন আবাসিক এলাকায় বিজিবি গেইটের বিপরীতে সড়কের পাশে ময়লা-আবর্জনার মধ্যে ওই নবজাতকের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, নবজাতক ছেলে শিশুটির বয়স একদিন বলে মনে হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর