হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইলচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌঁছলে এর ৪টি বগি লাইনচ্যুত হয়। এদিকে লাইনচ্যুত হওয়া বগিগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা।
শাহজীবাজার স্টেশনের মাস্টার মোফাজ্জল হোসেন জানান, ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। উদ্ধারকারী ট্রেন খবর দেয়া হয়েছে। পৌঁছতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ফারজানা/আল আমীন