সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার অদক্ষ ব্যক্তি। তিনি আগের কমিটির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদের নির্দেশনা বাস্তবায়ন করছেন। শামীম-আলীর চক্রান্তে সিলেট জেলা বিএনপি কঠিন সময় পার করছে। এমন অভিযোগ তুলেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আশিক উদ্দিন।
সোমবার বিকালে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশিক উদ্দিন বলেন, ‘আমরা কামরুল হুদাকে সহযোগিতার মাধ্যমে কার্যকর আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু এক বছরেও তা সম্ভব হয়নি। তিনি নিরপেক্ষ ভূমিকার পরিবর্তে সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদের নির্দেশে চলছেন, তাদের সিদ্ধান্তই বাস্তবায়ন করছেন।’
তিনি বলেন, জেলা বিএনপির আগামী সম্মেলনে নিজেদের লোকদের নেতৃত্বে আনতে ইউনিয়ন ও উপজেলাগুলোতে নিজেদের লোক দিয়ে একতরফাভাবে কমিটি গঠন করা হচ্ছে। এসব অনিয়ম কেন্দ্রীয় প্রতিনিধি দলকে জানালেও তারা মৌনব্রত পালন করছেন।
আশিক উদ্দিন আরও বলেন, ‘দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দের উদাসীনতায় সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল থেকে আসা নেতারা শীর্ষ পদে বসে এসব কাজ চালিয়ে যাচ্ছেন। দলের স্বার্থের প্রতি তাদের আন্তরিকতাও আজ প্রশ্নের সম্মুখীন।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আহমেদুর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা