আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সিলেটে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
সম্মাননাপ্রাপ্ত পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী স্বর্ণলতা রায়, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সৈয়দা শিরীন আক্তার সফল জননী রহিমুন নেছা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হোসনে আরা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা বীথিকা দত্ত। তাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পর্যায়ে রোকেয়া পদকপ্রাপ্ত সাবেক মহিলা সাংসদ জেবুন্নেছা হক, জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত