সিলেটে চেতনানাশক স্প্রে করে এক প্রবাসীর বাসা লুট করেছে সংঘবদ্ধ ডাকাতরা। চেতনানাশক স্প্রে’র বিষক্রিয়ায় অজ্ঞান অবস্থায় প্রবাসীর পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।
আজ রবিবার ভোররাত ৪টার দিনে নগরীর ফাজিলচিশত ২২/১ নম্বর বাসার নিচতলার সৌদি প্রবাসী সিদ্দেক আলীর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ রবিবার ভোররাতে সংঘবদ্ধ ডাকাত দল বাসার রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের উপর চেতনানাশক স্প্রে করে। পরিবারের সবাইকে অজ্ঞান করে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে পালিয়ে যায় তারা।
প্রতিবেশীরা আজ দুপুরে বাসার দরজা বন্ধ ও রান্না ঘরের জানালার গ্রিল ভাঙ্গা দেখে সন্দেহ হয়। তারা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের পাঁচ সদস্যকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি শাহাদত হোসেন।
বিডি প্রতিদিন/আবু জাফর