জন্ম হয়েছিল একসাথে। বেড়েও ওঠছিল তারা এক সাথে। জন্মের মতো মৃত্যুও হলো এক সাথে। জন্ম ও মৃত্যুর মাঝখানে কেটেছে ১৯ মাস। পানিতে ডুবে মৃত্যু হয়েছে জমজ এই ভাই বোনের। সোমবার তাদের দাফন সম্পন্ন হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় বাড়ির পুকুরে ডুবে মারা যাওয়া জমজ ভাই-বোন রাহিম আহমদ ও ফাইজা বেগম সিলেটের মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, রাহিম আহমদ ও ফাইজা বেগম রবিবার আছরের পর বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুসময় পর পরিবারের লোকজন তাদেরকে আর খুঁজে পাননি। সন্ধ্যার পর তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাহাবুল ইসলাম জানান, রবিবার রাতেই দুই শিশুর বাবা মোস্তাক আহমদ থানায় অপমৃত্যুর মামলা করেছেন। লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা