সিলেটে আপন চাচার লালসার শিকার হয়েছেন ১২ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরী। ধর্ষক চাচাও বাকপ্রতিবন্ধী।
সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন শহরতলির নালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অপরদিকে, ওই কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঘরে একা পেয়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ১২ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে তার আপন চাচা বাকপ্রতিবন্ধী মতছির আলী (৪৫)। নির্যাতনের পর তিনি পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মতছিরকে খুঁজে বের করে রাত ১টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার এস.আই মো. লুকমান হোসেন জানান, আপন ভাতিজি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নালিয়া থেকে মতছির নামে একজনকে ধরে আনা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন