সিলেটের বিশ্বনাথ উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ৩৫০ জন শীতার্তদের হাতে কম্বল তুলে দেয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
বিশ্বনাথ প্রেসক্লাব সহ-সভাপতি তজম্মুল আলী ও সংগঠক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষানুরাগী আখলাকুর রহমান, ইউপি সদস্য জহুর আলী, সাবেক সদস্য তফজ্জুল আলী, আওয়ামী লীগ নেতা নেছার আহমদ মুজিব, আনহার আলী, আবদুর রউফ, মুরব্বী আজিজুর রহমান গুলজার, ব্যবসায়ী মফিক মিয়া, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মৃণাল কান্তি শিকদার, সহকারি শিক্ষক সমীর রঞ্জন দাস, আবুল বাশার, আবুল কাসেম দোলন, বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি আবদুল জলিল রবান প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ