সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিভাগজুড়ে ৭২ ঘণ্টার ধর্মঘট চলছে। আজ বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে।
এদিকে শ্রমিকরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সিলেট মহানগরী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে গোয়েন্দা নজরদারি।
আজ বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড দিয়ে ধর্মঘট পালন করতে দেখা গেছে পরিবহন মালিক-শ্রমিকদের। এসময় পুলিশ সতর্কাবস্থায় ওইসব এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের বলেন, শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। সিলেট মহানগরীতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তবে সিলেটে পরিবহন ধর্মঘট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিনিধি/আবু জাফর