বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সিলেট প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাদিকুর রহমান সাকীর উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ জুয়াড়ি চক্র। আজ রবিবার বেলা ২টার দিকে নগরীর গোয়াইপাড়াস্থ সাকীর বাসায় এ হামলা চালানো হয়।
হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত কামাল আহমদ ও টেংকু নামের আরেকজনকে আটক করেছে পুলিশ ।
জানা গেছে, গোয়াইপাড়া মল্লিকা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র জুয়া ও মাদকের আসর বসিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় গত বছরের জুলাইয়ে একই এলাকার বাসিন্দা সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও তার স্ত্রী সাংবাদিক সুবর্ণা হামিদের উপর হামলা করে ওই চক্রের সদস্যরা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়।
ওই মামলা তুলে নেয়া ও দুই লক্ষ টাকা চাঁদা দেয়ার দাবি জানিয়ে আসছিল মামলার আসামিরা। এতে অস্বীকৃতি জানালে আজ রবিবার বেলা ২টার দিকে গোয়াইটুলা মল্লিকা আবাসিক এলাকার কামাল আহমদ, শাহনুর, সোলেমান মিয়া, মামুন, শাহজাহান, আবদুর রহমান টেংকুসহ সংঘবদ্ধ জুয়াড়ি চক্র হামলা চালায়। এতে সাংবাদিক সাকী গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, আটক দুজন বর্তমানে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর