বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, বিএনপির নবগঠিত স্বাধীনতার রজতজয়ন্ত্রী উদযাপন কমিটির সদস্য ও সিলেট বিভাগের আহবায়ক, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গঠনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে ৪০ বছর পূর্বে নিজ হাতে কৃষকদল গঠন করেছিলেন। শুধু গঠন করে বসে থাকেননি, নিজ থেকে একজন মেজর হয়ে ১৯৭১ সালে দেশের সংকট মুহূর্তে যেভাবে পুরো মুক্তিযোদ্ধের মহানায়কের দায়িত্ব কাঁধে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা কৃষকদল আয়োজিত কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সিলেটবাসীসহ মজলুম দেশবাসীকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কীর অভিনন্দন জানিয়ে আগামী দেশের গণতন্ত্র পুরুদ্ধারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হয়ে কুদাল-উড়া কাঁধে নিয়ে বাংলাদেশকে খাদ্যাভাব থেকে মুক্তি দিয়ে জনগণকে কৃষি বিপ্লব এর মাধ্যমে দেশকে স্বয়ংস্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করা জিয়াউর রহমাণের এ উদ্যোগ আজও মাইল ফলক। এরই ধারাবাহিকতায় আজ ৪০ বছর যাবৎ জাতীয়তাবাদি কৃষকদল দেশ মাতৃকা ও জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল সংকট মুহূর্তে এ দলটি সব চাইবে বেশি ত্যাগ স্বীকার করেছে। বর্তমান দেশের এ সংকটময় মুহূর্তেও আমি আশাবাদী কৃষকদল গণতন্ত্র পুনরুদ্ধারে সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।
জেলা কৃষকদলের আহ্বায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা হাজী তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, আব্দুল মান্নান, নাজিম উদ্দিন লস্কর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী ভিপি, মহানগর বিএনপি সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও মহানগর জিয়া সংসদের সভাপতি এম জহুরুল ইসলাম মখর, সামসুল ইসলাম, শাহিন আহমদ, নুরুল আমিন নুরুল, সিলেট সদর উপজেলা কৃষক দলের আহবায়ক শহিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলে আহবায়ক ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বকতিয়ার আহমেদ ইমরান, বিমানবন্দর থানা আহবায়ক বুরহান উদ্দিন, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব রিপন আহমদ, ছাত্রনেতা এডভোকেট নজরুল ইসলাম, মশিউর রাসেল, সোহেল রানা, মিজানুর রহমান, মখলিছ আলী, আব্দুর রহিম, সিরাজ মিয়া, আবুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী কেকে কেটে কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ