মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বাংলাদেশের অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস” এই শ্লোগানে আজ বুধবার শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার নয়টি ইউনিয়নের সুচনা কিশোরী দলের সদস্যদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ আয়োজন করে শ্রীমঙ্গল সূচনা প্রকল্পের কিশোরী দল। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেমসাগর হাজরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মৌলভীবাজার জেলার সূচনা প্রকল্প কো-অর্ডিনেটর আনিছুর রহমান টিটু, সূচনা মৌলভীবাজার জেলার নিউটিশন টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন প্রকিউরমেন্ট অফিসার দেবাশীষ দাশগুপ্ত পঙ্কজ, সূচনার সাবেক গর্ভনেস অফিসার মো. আশিকুর রহমান।
দিনব্যাপী এই সমাবেশে ছিল সূচনার সদস্যদের হাতের বানানো হস্তশিল্প ও পিঠার প্রদর্শনী স্টল। ছিল কিশোরী দলের পরিবেশনায় নাটক, গান, নৃত্য, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। সমাবেশে প্রায় প্রায় ২শ জন কিশোরী অংশ নেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পূর্নিমা সুত্রধর।
বিডি প্রতিদিন/ফারজানা