সিলেটের জকিগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে একটি বসতঘর ভস্মিভূত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের মনোহর আলী খানের ছেলে সাবেক প্রধান শিক্ষক হারিছ খানের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই মুহূর্তের মাঝে বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। পরে জকিগঞ্জ ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে অধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন হারিছ খানের বাড়িতে ভাড়াটে থাকা পাঠানচক গ্রামের লোকমান আহমদ খাঁন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত