সিলেটে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোজ দেব (৩৮) ওসমানীনগরের ইলাশপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, তাজপুর বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেল আরোহী মনোজ দেবকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর