সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট এসে পৌঁছান।
এরপর সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে দুই মন্ত্রী যান সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ পরিদর্শনে। পরে সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দুই মন্ত্রীকে ঘুরিয়ে দেখান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় সিলেটের উন্নয়ন দেখে মুগ্ধ হন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সিলেট নগরীর উপশহরস্থ হলদি ছড়ার ড্রেন, রিটেইনিং ওয়াল, ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেন। পরে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন মানিকপীর কবস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন দুই মন্ত্রী। এসময় উপ-শহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণি বিতানের উদ্বোধন করেন তারা।
বিডি প্রতিদিন/আরাফাত