জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার সিলেট নগরীর মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, অগণিত রাজনৈতিক কর্মী-সমর্থকসহ গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সৈয়দ আবু নছরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর