সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন চারাদিঘীর পাড় এলাকা থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১টার দিকে চারাদিঘীর পাড়স্থ মাজার সংলগ্ন ড্রেনের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি থানার এএসআই নূরুল ইসলাম জানান, ড্রেনের কাছে একটি শিশুর গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি এখানে কারা কখন ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন