সিলেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্ট সিলগালার পর ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার, সুপারভাইজার ও ব্যবসায়িক অংশীদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
আসামীদের তালিকায় রয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব এবং মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদারও।
বুধবার র্যাব-৯ এর ডিএডি সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। র্যাব এজহারনামীয় তিন জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
মামলার আসামিরা হলেন- ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো, তোরাব আলী, সুপারভাইজার শুভ্র চন্দ্র পাল, রেস্টুরেন্টের ব্যবসায়ী অংশীদার সৈয়দ মহদ্দিছ আলী, মো. ঝুনু চৌধুরী, মো. লুৎফুর রহমান চৌধুরী, এ টি এম শোয়েব, মো. কবির আহমদ, মো. সুজেল আহমদ তালুকদার, শিপন দেব, এড. নিলেন্দু দেব, ইফতেখারুল আলম রুম্মান ও শাহ কয়েছ আহমদ। এর মধ্যে র্যাব তোরাব আলী, শুভ্র চন্দ্র পাল ও সৈয়দ মহদ্দিছ আলীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
গত মঙ্গলবার দুপুরে সিলেট নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত অভিযানে পঁচাবাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসায়ের বিভিন্ন লাইসেন্স হালনাগাদ না থাকায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। এছাড়া জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্ট ও পাঁচভাই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে বিকেলে নগরীর জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা। পরে তারা বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন। তবে রাতেই তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
বিডি প্রতিদিন/এএম