সিলেটের বিশ্বনাথে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সদস্য তপন দাশ, নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, আওয়ামী লীগ নেতা শানুর হোসেন জয়দু, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থ সারথী দাশ পাপ্পু।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ কলঙ্কিত দিন। বঙ্গবন্ধু হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ বোনা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চার সূর্য সন্তান দেশের স্বাধীনতার ইতিহাস রচনায় যে অপরিসীম ভূমিকা রেখেছেন সেই ঋণ শোধ হবার নয়।
বিডি প্রতিদিন/এএম