২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের সিলেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে ও একাদিক মামলার আসামি শাহনাজ মিয়া (৪১), ছাতক উপজেলার ঝিগলী গ্রামের ফাজিল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৪), সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামধা মোহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে ফুজায়েল আহমদ ওরফে শাহীন (৪০) ও একই উপজেলার কাকর দিয়া গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে আবদুস সবুর (৩১)।
এর আগে, গতকাল বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজারের লাদেন মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত