জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ডাকা ধর্মঘটে সিলেটেও যাত্রীদের দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে। সকাল থেকে সকল আঞ্চলিক ও মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে গিয়ে ফিরে এসেছেন যাত্রীরা। এছাড়া একই দাবিতে ট্রাকসহ সবধরণের পণ্য পরিবহন যানবাহন ধর্মঘট পালন করেছে।
শুক্রবার সকালে সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনাল ও কুমারগাঁও টার্মিনালে গিয়ে দেখা গেছে বাসের সকল কাউন্টার বন্ধ। যাত্রীরা কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। দুপুর নাগাদ ধর্মঘট শিথিল হতে পারে এই আশায় অনেকে বাস টার্মিনালে বসে থাকেন। কিন্তু দিনভর অপেক্ষা করেও তাদের দুর্ভোগের অবসান হয়নি। জরুরি কাজে অনেকে মাইক্রোবাস ভাড়া করে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে ফিরেছেন। কিছু কিছু মাইক্রোবাস ভাড়ায় যাত্রী নিয়ে দেশের বিভিন্ন স্থানে যেতে দেখা গেছে। তবে এ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। এছাড়া স্বল্প দূরত্বের যাত্রীদের হিউম্যানহলার, টেম্পু ও সিএনজি অটোরিকশায় করে যেতে দেখা গেছে।
বাস বন্ধ থাকায় সকাল থেকে রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তবে টিকেট না পেয়ে বেশিরভাগ যাত্রীদেরই ফিরতে হয়েছে শূন্যহাতে।
এদিকে, পণ্যপরিবহন ধর্মঘটের কারণে সিলেটে শুক্রবার সকাল থেকে পণ্যবাহী কোনো ট্রাক প্রবেশ করেনি। সিলেট থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক অন্যত্রও যায়নি। ফলে সিলেটের পাইকারি আড়ত লালদিঘীরপাড়ে লেনদেন ছিল অন্যদিনের তুলনায় অনেক কম।
বিডি প্রতিদিন/হিমেল