সিলেটের বিশ্বনাথে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কার্যক্রম জোরদারের লক্ষে কেন্দ্রের নির্দেশনায় ৭ ইউনিয়নে সাংগঠনিক টিম গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ। সম্প্রতি তাদের কার্যনির্বাহী কমিটির সভায় ওই ইউনিয়নসমূহের জন্যে তিনটি টিম গঠন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব পংকি খান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সাংগঠনিক টিম-১ (দশঘর, রামপাশা ও লামাকাজী ইউনিয়ন) এর দায়িত্বপ্রাপ্তরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য শেখ মো. আজাদ, রফিক হাসান, নিজাম উদ্দিন।
এর মধ্যে স্ব স্ব ইউনিয়নের বাসিন্দা হিসেবে পদাধিকার বলে দশঘর ইউনিয়নের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমছু মিয়া, হাজী আসাদুজ্জামান আসাদ, সদস্য মকদ্দুছ আলী, মানিক মিয়া, নাজমুল আলম চৌধুরী অপু, রামপাশা ইউনিয়নের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, সদস্য রিয়াজুল হক, আজিজুর রহমান, এমদাদুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, নিজাম উদ্দিন।
ইউনিয়নের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন, সদস্য আফরোজ বক্স খোকন, ডাক্তার শাহনুর হোসেন, এনামুল হক।
সাংগঠনিক টিম-২ (দেওকলস, খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়ন) এর দায়িত্বপ্রাপ্তরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সদস্য তপন দাশ, আবদুল জলিল জালাল, আশিক আলী।
এর মধ্যে স্ব স্ব ইউনিয়নের বাসিন্দা হিসেবে পদাধিকার বলে দেওকলস ইউনিয়নের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য জয়ন্ত আচার্য্য, আখতার হোসেন জুনেদ।
ইউনিয়নের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সদস্য কবির আহমদ কুব্বার এবং অলংকারী ইউনিয়নের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সদস্য তাজ উদ্দিন আহমদ, আনোয়ার আলী।
সাংগঠনিক টিম-৩ (দৌলতপুর) এর দায়িত্বপ্রাপ্তরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য কবির আহমদ কুব্বার, আজিজুর রহমান, রফিক হাসান।
ইউনিয়নের বাসিন্দা হিসেবে পদাধিকার বলে দৌলতপুর ইউনিয়নের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য মিজানুর রহমান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির