সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে প্রায় একশ’ কেজি ওজনের বাঘাইড়। কুশিয়ারা নদীতে মাঝে মধ্যে বৃহদাকার বাঘাইড় ধরা পড়লেও সুরমাতে ধরা পড়ে কদাচিৎ। রবিবার সকালে মাছটি নগরীর লালবাজারে প্রায় লাখ টাকায় কেটে কেজি দরে বিক্রি হয়েছে।
গত শনিবার রাতে সুনামগঞ্জে সুরমা নদীতে বরশিতে ধরা পড়ে বিশালাকারের এই বাঘাইড় মাছটি। পরে লালবাজারের মৎস্য ব্যবসায়ী তোফাজ্জল মিয়া মাছটি কিনে নিয়ে আসেন।
তোফাজ্জল হোসেন জানান, বিশালকারের মাছটির ওজন ১ শত কেজি। শনিবার বিকেলে মাছটি বাজারে তোলার পর পুরো মাছ একসাথে কেউ কিনে নেননি। তাই রবিবার কেটে কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজি মাছ বিক্রি করা হয় ১ হাজার থেকে ১২শ’ টাকায়। মাছটি বিক্রি করে তিনি প্রায় এক লাশ টাকা পেয়েছেন বলে জানান।
মাছ নিতে আসা মাহবুবুর রহমান জানান, তিনি ১২শ’ টাকা কেজি দরে ৪ কেজি মাছ কিনেছেন। বাঘাইড় মূলত নদীর মাছ। সেজন্য মাছটি খেতে খুবই সুস্বাদু। সাতকরা দিয়ে মাছটি রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়।
এদিকে, খবর পেয়ে মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা লালবাজারে ভিড় করেন। অনেককে মোবাইল ফোনে বিশালাকারের মাছটির স্থিরচিত্র ও ভিডিওচিত্র ধারণ করে রাখেন।
বিডি প্রতিদিন/এএম