তেল, গ্যাস এবং চাল, ডাল, আটা, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। বুধবার বিকেল ৩টায় রেজিস্ট্রারি মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য ২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বাসের ভাড়া ২৭ শতাংশ ও লঞ্চের ভাড়া প্রায় সাড়ে ৩৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দেশের সাধারণ মানুষ। এছাড়া করোনার মহামারির মধ্যে যেখানে দেশের মানুষের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। সরকারের এমন গণবিরোধী কর্মকান্ডের কারণে মানুষ ক্ষোভে ফুসছেন। তারা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইছে না।
মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ূম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম