সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ওসমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রথম প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তৌফিক বক্স লিপন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে।
সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহ পালন করতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিলেট থেকে রওয়ানা হন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে একটি ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন। আগামী ২৯ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত