সিলেটের বিশ্বনাথে উৎসবের আবহে আজ সোমবার বিকেল ৫টায় শেষ হয়েছে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান। দুই ইউনিয়নে তিন পদে ১৩২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার। ৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য পদে ৫১জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য কবির হোসেন ধলা মিয়া, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদার, আবেদুর রহমান আছকির এবং স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমান।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য পদে ৪৪জন ও সংরক্ষিত সদস্য পদে ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার মো. গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী, বিএনপি নেতা
শরীফ আহমদ রাজু, কয়েছ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান রানা, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান কালু এবং আবদুল বাছিত।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন