পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ ইউনিয়নে প্রাপ্ত ফলে আওয়ামী লীগের দুইজন, বিদ্রোহী চারজন ও বিএনপির স্বতন্ত্র পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে মাধবপুরে ১১ ইউনিয়নের নয়টিতেই নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছে।
বুধবার রাতে প্রকাশিত ফল অনুযায়ী বহরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলাউদ্দিন ও আন্দিউড়া ইউনিয়নে আলহাজ্ব আতিকুর রহমান আতিক নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেন, বাঘাসুরা ইউনিয়নে সাহাব উদ্দিন (ঘোড়া), বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান (আনারস) জগদীশপুর ইউনিয়নে মাসুদ খান (সিএনজি) ও ধর্মঘর ইউনিয়নে ফারুক আহমেদ পারুল (আনারস)।
বিএনপি সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নে সৈয়দ মো. আতাউল মোস্তফা সোহেল (আনারস), ছাতিয়াইন ইউনিয়নে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (ঘোড়া), আদাঐর ইউনিয়নে মীর খুরশেদ আলম (চশমা), চৌমুহনী ইউনিয়নে মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া) ও শাহজাহানপুর ইউনিয়নে পারভেজ হোসেন চৌধুরী (চশমা)।
উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন