সিলেটে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাবিব আহমদ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাত ৭টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাবিব আহমদ (১৮) সিলেট নগরের হাতিমবাগ এলাকার বাসিন্দা ইকবাল আহমদের ছেলে। সোমবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কোনারচর এলাকায় একটি লেগুনার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাবিব আহমদ। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা।
বিডি প্রতিদিন/এএম