চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে সোমবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে সিলেটে এ ধাপের ইউপি নির্বাচন।
এদিকে, এ ধাপে সিলেটের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হয়েছে। যার ফলে সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণে ছিলো ধীরগতি। এ কারণে বিকাল ৪টায় সময় শেষ হওয়ার পরও কয়েকটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়।
ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, সময় শেষ হওয়া পরও এ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন থেকে যায়। ভোটারদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিলো বেশি। সব মিলিয়ে দুই শতাধিক ভোটার লাইনে ছিলেন বলে জানা গেছে।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, সময় শেষ হয়ে গেলেও কেন্দ্রের ভেতরে অবস্থান করা সকল ভোটারকে ভোট দেওয়ার সুযোগ প্রদান করা হবে। তবে নতুন কাউকে কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
প্রিসাইডিং অফিসারের এ ঘোষণার পর বিকাল ৪টা ১ মিনিটে কেন্দ্রের গেট লাগিয়ে দেওয়া হয়।
হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো আরও কয়েকটি কেন্দ্রে এমন হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত