নিত্যপণ্যের মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ ও জেলা কমিটির সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. শরিফুল ইসলাম দুলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরহাদ চৌধুরী শামীম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন