সিলেটে সড়কে মিলেছে আওয়ামী লীগ নেতা শাইস্তা মিয়ার (৫০) মরদেহ। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি মোটরসাইকেলযোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।
শাইস্তা মিয়া বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, গত শুক্রবার রাতে শাইস্তা মিয়া সিলেট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পারাইরচক এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে অনেকে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। খবর পেয়ে পরিবারের লোকজন দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
শাইস্তা মিয়ার মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন