নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
আজ শনিবার দুপুরে চৌমুহনাস্থ টিসি মার্কেটের সম্মুখ থেকে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে শমসেরনগর সড়কে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সোহাগ, জাকির ও জায়েদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ