২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দুপুর ১২টার দিকে সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার হয়ে চৌহাট্টস্থ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়। ওইদিন বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় নেতাকর্মীরা মানব দেওয়াল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেন। গ্রেনেড হামলা করে দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করেছিল। হামলায় বহু নেতাকর্মী আহত হন। এখনো তারা স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে জীবন অতিবাহিত করছেন।
বিডি প্রতিদিন/এএম