সিলেটের জৈন্তাপুরে ঘরের তীরের সাথে রশি বেঁধে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমুদত্ত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাসিম আলী (৬৫) হেমুদত্ত পাড়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অভাব ও হতাশার কারণে কাসিম আলী আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কোনো বিষয়ও আছে কি না- খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম