সিলেট বিএনপি নেতারা বলেছেন, জোর করে ক্ষমতা দখল করে রাখার দিন শেষ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ সরকারকে সংসদ বিলুপ্ত করে একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তখন মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চলমান আন্দোলনে ৬ নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে বুধবার (১২ অক্টোবর) বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা এমন বক্তব্য দেন।
এসময় তারা আরও বলেন, দেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে আইনের শাসন ফিরে আসবে। সরকার এই সত্য উপলব্ধি করতে পারলে ভাল, তা না হলে পালানোরও পথ খুঁজে পাবে না। দেশে গণতন্ত্র ফেরাতে প্রয়োজনে প্রাণ দিতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী। কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আশিক চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, শামীম আহমদ, হাজী শাহাব উদ্দীন, কোহিনুর আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, গোলাম রব্বানী, এডভোকেট মুমিনুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ