সিলেট মহানগরীর আবাসিক হোটেলে দুই তরুণীকে আটকে রাতভর ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অপর আসামি নাবিন রাজা চৌধুরী নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সিলেট নগরী থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে।
নাবিন সুনামগঞ্জ জেলার সদর থানার হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন জালালাবাদ আবাসিক এলাকার ৪৭/১০ নং বাসার বাসিন্দা। গণধর্ষণের ঘটনায় এর আগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে আছে।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট দিবাগত রাতে মহানগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেলের দুটি কক্ষে দুই তরুণীকে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ভিকটিম দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরীসহ কয়েকজনকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন