উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান।
ঘোষিত ফলাফলে হবিগঞ্জ জেলার ৯টি সাধারণ ওয়ার্ডে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে মোহাম্মদ ফেরদৌস মিয়া (হাতি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট, ২নং ওয়ার্ডে মোঃ ইমরান মিয়া (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ ভোট, ৩নং ওয়ার্ডে শেখ মোঃ শফিকুজ্জামান (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ১০৬ ভোট, ৪নং ওয়ার্ডে মোঃ জসিম উদ্দিন (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট, ৫নং ওয়ার্ডে মোঃ নুরুল আমিন ওসমান (অটোরিক্সা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ ভোট, ৬নং ওয়ার্ডে মোঃ আব্দুল আজিজ (অটোরিক্সা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ ভোট, ৭নং আসনে আলাউর রহমান সাহেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৮নং ওয়ার্ডে সৈয়দ মোঃ শামীম আনোয়ার (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ ভোট, ৯নং ওয়ার্ডে মোঃ আইয়ুব আলী (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ ভোট।
এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১নং ওয়ার্ডে শিরিন আক্তার (দোয়াত কলম) প্রতীকে ২১৩ ভোট, ২নং ওয়ার্ডে শাম্মী আক্তার সুমী (মাইক) প্রতীকে ৯৭ ভোট ও ৩নং ওয়ার্ডে রাহেলা খাতুন (হরিণ) প্রতীক নিয়ে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন