সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টিকিটের বিনিময়ে কুস্তি খেলার আয়োজন করা হলে এতে অংশ নিবেন না ভাটি এলাকার ৫৫টি টিমের খেলোয়াড়রা।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার টুকেরবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত নেয় ভাটিবাংলা কুস্তি ফেডারেশন।
এ সময়, কুস্তি একাডেমি নামের একটি ভূঁইফোড় সংগঠন কর্তৃক কুস্তি ফেডারেশনকে নিয়ে চালানো মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জের হাওরভাটির চিরায়ত সংস্কৃতির অংশ হিসেবে আবহমান কাল ধরে এ অঞ্চলে 'ভাইরাফি কুস্তি খেলার আয়োজন হয়ে আসছে। এখানে এক এলাকার মানুষ অন্য এলাকার কুস্তি খেলার জন্য আপ্যায়িত হয়ে থাকেন। এতে কোনও বিনিময় নেওয়ার রেওয়াজ নেই। কিন্তু জেলা ক্রীড়া সংস্থা প্রবেশ ফির বিনিময়ে প্রতিযোগিতা দেখার যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা একমত নই। আমাদের চিরায়ত সংস্কৃতিকে সমুন্নত রাখতে প্রতিযোগিতা প্রবেশ ফি ছাড়া আয়োজন করলে এতে সকল দল সানন্দে অংশ নেবে।
এ সময় বক্তব্য দেন ভাটিবাংলা কুস্তি ফেডারেশনের সভাপতি নূরুল হক আফিন্দি, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়া, কুস্তিগির আবুল কাশেম, আফতাব উদ্দিন, জয়তুন মিয়া, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, অ্যাডভোকেট শাহীনূর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা