সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ। গত বুধবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন শেষে দুই ইউনিটের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
নতুন কমিটিতে দুই ইউনিটের শীর্ষ চার পদের মধ্যে তিনটিতেই এসেছে পরিবর্তন।
নতুন কমিটিতে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন এডভোকেট সালমা সুলতানা। এছাড়া জেলার সিনিয়র সহ সভাপতি পদে এ. জেড রওশন জেবিন রুবা ও সাধারণ সম্পাদক পদে হেলেন আহমদের নাম ঘোষণা করা হয়।
মহানগর কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন সিটি কাউন্সিলর শাহানারা বেগম। এছাড়া আছমা কামরান ও মারিয়ান মাম্মিকে সহ সভাপতি ও সাবিনা সুলতানার নাম সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন