আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে সিলেট বিএনপি। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেটে লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, কয়েছ লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সদস্য ও কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সদস্য হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমান প্রমুখ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির উদ্যোগে আগামী ২০ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএম