হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে কাভার্ডভ্যানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানি উমদা এলাকা থেকে ওই কাভার্ডভ্যানটি মালামাল নিয়ে হবিগঞ্জ শহরের কামড়াপুরের উদ্দেশ্য ছেড়ে আসে। কাভার্ডভ্যানটি ধুলিয়াখাল বাইপাস রোড এলাকায় পৌঁছলে অবরোধের সমর্থনে থাকা একদল লোক গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে মুহুর্তের মধ্যেই পুরো কাভার্ডভ্যানে আগুণ ধরে যায়।
এসময় ধুলিয়াখাল বাইপাস সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আতঙ্ক শুরু হয় গাড়ি চালকদের মধ্যে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভ্যানের আগুণ নিয়ন্ত্রণে আণা হয়। ততক্ষণে ভ্যানটিতে থাকা সকল পণ্য পুড়ে যায়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, ধুলিয়াখাল বাইপাস সড়কে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ