মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মৌলভীবাজার সদর থানাধীন কাজীরগাঁও এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে রাজন মিয়া রাজু (৩৫), বড়হাট এলাকার মৃত আরিছ মিয়ার ছেলে আলীম মিয়া (৩৩) এবং বড়কাপন এলাকার তাহের উল্লাহর ছেলে সাহেল মিয়া(২৮)।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে আম নজরুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক নয় ব্যক্তিগত আক্রোশেই জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর করে পাঁচজনকে আহত করা হয়।
ওসি জানান, আলীম ও রাজু এক সময় জাতীয় পার্টির প্রার্থী আলতাফুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে এ দুজন চাকরি করতেন। চাকরি নিয়ে মালিকপক্ষের সঙ্গে তাদের বিরোধ হয়। এতে তারা দুজন ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে এ দুজন গেলে চেয়ারে বসা নিয়ে জুয়েল নামে অপর একজনের সঙ্গে কথা কাটাকাটি হলে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পাঁচজনকে আহত করা হয়। এছাড়া ধারালো চোরা দিয়ে জুয়েলের পেটে আঘাত করে তাকে মারাত্মক আহত করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে এদের তিনজনকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ