ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও দক্ষিন সুরমার চকেরবাজার এলাকায় দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
উভয়স্থানে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ৭ জানুয়ারী দেশে নির্বাচন নয়, নাটক মঞ্চস্থ হচ্ছে। ভোটে ডামি ও স্বতন্ত্রের নামে আওয়ামী লীগ নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম