সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরো এক যাত্রী। শুক্রবার বিকাল ৫টার দিকে কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমান আলী (১৮) কোম্পানীগঞ্জের বুড়দেও গ্রামের সরুব আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক জন আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এএম