সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর আতাসন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে ও সৌদি আরব প্রবাসী। তিনি সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছিলেন। সংঘর্ষে দুই পক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আব্দুল গফুর মারাত্মকভাবে আহত হলে তাকে সিলেট নগরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল