সিলেটে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার ও চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও অটোরিকশা উদ্ধার করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলার আমিন মিয়ার কলোনির ভাড়াটে আশিক (৪০), শাহজালাল উপশহরের এইচ বøকের ২নং রোডের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯) ও সিলেট সদর উপজেলার সাহেববাজার ফড়িংউড়ার বিল্লাল আহমদের ছেলে জয়নাল আহমেদ (২৯)।
এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে মোমিনখলাস্থ শাহজালাল (রহ.) সিএনজি পাম্প হতে নাঈম আহমদ বিজয় নামের এক মালিকের অটোরিকশা চুরি হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নাঈম আহমদ ও অটোরিকশার চালককে সাথে নিয়ে চুরির ঘটনায় নগরের সোবহানীঘাট এলাকা থেকে আশিক ও রিয়াকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয় জয়নাল আহমদকে। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দোয়ারাবাজার থানার টিলাগাঁওস্থ আঙ্গুর মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া অটোরিকশাটি।
বিডি প্রতিদিন/এএম