সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল আহমেদ (৪৫) জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় গাড়ী চালক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার রাতে মোটরসাইকেলযোগে হরিপুর থেকে চিকনাগুলে যাচ্ছিলেন দুলাল। পথিমধ্যে উমনপুর এলাকার রাস্তার একটি মোড়ে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/মুসা