চট্টগ্রামে ৬ লাখ টাকা সমমূল্যের পাঁচটি ফিশিং ট্রলারের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে কর্ণফুলী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী।
বিজেন ব্যানার্জী বলেন, ব্রীজঘাট বাজার এলাকা ও চরপাথরঘাটায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বিভিন্ন জেটিতে অভিযান চালানোর সময় জালের মালিকরা পালিয়ে যায়। পরে এসব অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান ও কর্ণফুলী থানা পুলিশ সহযোগিতা করেন।
বিডিপ্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান