চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সরস্বতী প্রতিমা বিসর্জনে গিয়ে স্রোতের টানে শান্ত দাশ (১৮) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বিকেলে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শান্ত নগরের পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার বাসিন্দা বিকাশ দাশের ছেলে।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিকেলে শান্তসহ চারবন্ধু সরস্বতী প্রতিমা বিসর্জন দিতে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে আসে। এসময় তারা বিসর্জন দিতে ঘাটের পাশ দিয়ে নদীতে নামে। কিন্তু স্রোতের টানে চার বন্ধুই নদীতে পড়ে যায়। পরে ঘাটের পাশে থাকা মাঝিরা নদীতে নেমে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শান্তকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব