নগরীর দামপাড়ায় চট্টগ্রাম নগর পুলিশ লাইনে নিজ কক্ষ থেকে কালঞ্জয় চাকমা (৩২) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করা হয়।
কালঞ্জয় পুলিশ লাইনের সশস্ত্র শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.নাসির উদ্দিন।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/হিমেল